Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

১৯৮৪ইং সনে নিকার এর সিদ্ধান্ত মোতাবেক পাবর্ত্য জেলা বাদে সারা দেশেকে ১০টি জোনে বিভক্ত করা হয়। বৃহত্তর নোয়াখালীকে নোয়াখালী জোনাল সেটেলমেন্ট নাম করনে ১৯৮৬-১৯৮৭ মাঠ জরিপ বর্ষে কার্যক্রম আরম্ভ করা হয়। সাব জরিপ বর্ষে কার্যক্রম আরম্ভ করা হয়। লক্ষ্মীপুর সদর উপজেলা মোট ২৩৮টি মৌজার মধ্যে দিয়ারা অপারেশনের ০৯টি মৌজা বাদ দিয়ে ২২৯টি মৌজা নিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার মাঠ জরিপ কাজ ১৯৮৬-৮৭ইং মাঠ বর্ষে আরম্ভ করিয়া এখনও চলমান রয়েছে। এ কার্যালয়ে মোট কর্মকর্তা কর্মচারীর সংখ্যা ১৯জন। তাছাড়া মাঠজরিপ চলাকালে প্রয়োজন মোতাবেক মৌসুমী কর্মচারী নিয়োগ দেওয়া হয়। ভূমি জরিপ কার্যক্রমের ০৪টি স্তর মাঠ, তসদিক,আপত্তি ও আপীল স্তর। বর্তমানে এ কার্যালয়ে শুধুমাত্র কিছু সংখ্যক মৌজার আপীল স্তরের কার্যক্রম চলিতেছে।