Wellcome to National Portal
Main Comtent Skiped

Services List

সেবা দান পদ্ধতি

সরজমিন মোতবেক সংশ্লিষ্ট ভূমির মালিকে একটি খসড়া খতিয়ান সরবরাহ করা হয়।

পরিবার ভিত্তিক খতিয়ান প্রস্তুত করে ভূমি মালিকগণের নিকট হস্তান্তর করা হয়।

উক্ত কাজটি তসদিক কর্মকর্তা দ্বারা সম্পন্ন করা হয়।

নির্ধারিত কোর্ট ফি জমা দিয়ে নির্ধারিত ফরমে আপত্তি দাখিল করলে অফিস হতে সংশ্লিষ্ট নাগরিককে একটি রিসিট প্রদান করা হয়ে থাকে।

আপীল নিষ্পত্তির পর পক্ষগন মামলার রায়ের কপি প্রাপ্তির জন্য 10/- টাকার কোর্ট ফি ও ফলিও দিয়ে আবেদন করে সহি মোহরার নকল সরবরাহ করা হয়। যাহা কোর্ট ফি আকারে নিম্নলিখিতভাবে গ্রহন করা হয়।

ক. আবেদনপত্র- 10.00

খ. নকল (শব্দ)

০০১

৩৬০ ২.৫০
৩৬১ ৭২০ ৫.০০
৭২১ ১০৮১ ৭.৫০
১০৮২ ১৪৪০ ১০.০০
১৪৪১ ১৮০০ ১২.৫০
১৮০১ ২১৬০ ১৫.০০
২১৬১ ২৫২০ ১৭.৫০
২৫২১ ২৮৮০ ২০.০০

 

এক্ষেত্রে একজন সহকারী সেটেলমেন্ট অফিসারের স্বাক্ষরে বর্ণিত খতিয়ান ও নকশা সরবরাহ করা হয়।