এতদ্বারা 50নং মজুপুর মৌজার আপত্তি মামলার পক্ষগণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, অত্র মৌজার 30বিধি মোতাবেক আপত্তি মামলার রায়ের জাবেদা নকলের কপি সমাপ্ত করা হইয়াছে। যাহারা আপত্তি মামলার রায়ের জাবেদা নকলের জন্য আবেদন করেছেন তাহাদেরকে আবেদনের রিসিট জমা দিয়ে স্ব স্ব মামলার নকলের কপি সংগ্রহ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।
অনুরোধক্রমে
সহকারী সেটেলম্যান্ট অফিসার
লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS